বাংলাদেশের খবর

আপডেট : ১৪ January ২০২০

আচরণবিধি ভেঙে আতিকের প্রচারণায় এমপি সাদেক


নির্বাচন কমিশনের বেধে দেয়া আচরণবিধি ভেঙে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে সাদেক খানকে আতিকের নির্বাচনী মঞ্চে দেখা গেলেও সে সময় সেখানে ছিলেন না মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তবে সে মঞ্চে ছিলেন ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন ও ১০নং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হামিদা আক্তার মিতা।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

নির্বাচনী মঞ্চে একজন সাংসদের উপস্থিতি নিয়ে কানাঘুষার মধ্যে আতিকুল ইসলাম আসার আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সাদেক খান। বেলা পৌনে ১টার দিকে অনুষ্ঠানে আসেন আতিকুল ইসলাম।

বিষয়টি নিয়ে আতিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি মতবিনিময় সভায় আসার সময় কোনো সংসদ সদস্য সেখানে ছিলেন না। তার দাবি আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১