আপডেট : ১২ January ২০২০
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগারিকা এক্সপ্রেস নামক ট্রেনের নীচে কাটাপড়ে পঙ্কজ মজুমদার (৪৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড রেলক্রসিং এর পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ীর সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা বলে জানাগেছে। চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম জানান, ওই ব্যাক্তির মোবাইল ফোনের সূত্রধরে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। তার স্ত্রী থানায় এসে অজ্ঞান হয়ে পড়েছে। মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় আনা হয়েছে। তার অজ্ঞান হওয়া স্ত্রীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১