বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২০

ময়মনসিংহের ঝলসে যাওয়া বানরগুলো চিকিৎসার জন্য এখন সাফারি পার্কে

বিদ্যুতায়িত হয়ে আহত একটি বানর প্রতিনিদির পাঠানো ছবি


ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে আহত বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন বিভাগের সহায়তায় এ প্রাণী গুলোকে উদ্ধার করে গত শুক্রবার রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

বন্যপপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনা লের পাশ দিয়ে নতুন বিদ্যুতের স ালন লাইন স্থাপন করায় বনে থাকা বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছে। এ সংক্রান্ত খবর দৃষ্টিগোচর হওয়ায় মানবিক কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষ এ বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার ও শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বেশ কয়েকটি বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি আনা হয়েছে। চিকিৎসা শেষে বনে ছেড়ে দেওয়া হবে।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম মোহাম্মদ জুলকার নাইন মানকি জানান পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্র বানরগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত বানরগুলোর অধিকাংশই বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণী চিকিৎসার কেন্দ্রে উদ্ধার হওয়া আহত বানরগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। উন্নতমানের চিকিৎসায় সেগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে । পরে সুস্থ বানরগুলোকে বনে অবমুক্ত করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১