বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২০

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ নির্বাচন

শামসুল ইসলাম মির্জা তৃতীয় বারের মতো বিজয়ী


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির  পরিচালক নির্বাচনে মো: শামসুল ইসলাম মির্জা ৭৮৩ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী মো: আব্দুল কাদের  পেয়েছেন ৩০০ ভোট।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ অধীনে তাড়াশ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে এলাকার পরিচালক নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে মো:শামসুল ইসলাম ছাড়া অপর দুই প্রার্থীর প্রার্থীতা বাতিল করে দেয় পল্লী বিদ্যুৎ  নির্বাচন কমিশন।

এতে সংক্ষুদ্ধ হয়ে মো:আব্দুল কাদের উচ্চ আদালতে একটি রিট আবেদন করলে আদালত তার প্রার্থীতা বৈধতা ঘোষণা করে নির্বাচন করার অনুমতি দেয়। সে প্রেক্ষিতে ১১ জানুয়ারী তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের আয়োজন করে। এবং সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

এ নির্বাচনে মো:শামসুল ইসলাম মির্জা উল্লেখিত ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হোন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১