বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২০

ফরিদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশসহ নিহত ৬


ফরিদপুরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের চারজনসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে মধুখালী উপজেলার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী মামুন পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিকিৎসক শরিফুল ইসলাম, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, ভাগ্নি তানজিলা এবং বন্ধু এসআই ফারুকসহ মাইক্রোবাস চালক নিহত হন।

গুরুতর আহত অবস্থায় শরিফুলের স্ত্রী রিম্মি বেগমকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় আনা হয়েছে। হতাহতরা বোয়ালমারী থেকে ঢাকা যাচ্ছিলেন। সেখান থেকে পিকনিক করতে কক্সবাজারে যাওয়ার কথা ছিলো পরিবারটির।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১