আপডেট : ০৫ January ২০২০
পাবনার চাটমোহরে গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর ও মির্জাপুর কলেজপাড়া থেকে এদেরকে আটক করা হয়। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স চিনাভাতকুর গ্রামে গাঁজা সেবনরত নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চিনাভাতকুর গ্রামের আশুতোষ মালাকার নাথুর ছেলে পার্থ মালাকার জনি (৩০), মজনুর রহমানের ছেলে আরিফবিল্লাহ (৩২) ও আবুল হোসেনের ছেলে লালন হোসেন (৩০) কে আটক করা হয়। এসময়ে তাদের তল্লাসী করে ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। এছাড়া একই ইউনিয়নের মির্জাপুর কলেজপাড়া থেকে ২১ পুরিয়া গাঁজাসহ আটক করা হয় শফিকুল ইসলাম (৩৫) নামের এক মাদকদ্রব্য বিক্রেতাকে। ঘটনার সত্যতাস্বীকার করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১