আপডেট : ০২ January ২০২০
‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ কল্পে একটি মাদকাসক্তি মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ চাহিদা হ্রাস এবং মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম উপস্থিত সবাইকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১