বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০২০

এসিতে আগুন লেগে সাংবাদিকপুত্রের মৃত্যু


রাজধানীর বাড্ডায় নিজ বাসায় এসি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পিয়াস সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি ও গ্লোবাল টিভির এডিটর ক্রাইমে কর্মরত মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। তিনি সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

জানা গেছে, সকালে ভোর ৬টার দিকে আগুন লাগে। সকাল ৭টার দিকে পিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পিয়াসের বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১