বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

পরিবেশ সংকটাপন্য

সুন্দরবন এলাকার ৫টি করাত কলে সিলগালা

বাগেরহাটের শরণখোলার সুন্দরবনসংলগ্ন তাফালবাড়ি এলাকার এই করাত কলটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিনিধির পাঠানো ছবি


সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে পরিবেশ সংকটাপন্য (ইসিএ) এলাকার মধ্যে অবৈধ ভাবে স্থাপন করা ৫টি করাত কলে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ যৌথ অভিযান চালিয়ে করাত কলের ৫টি করাত ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে ছিলগালা করে দেয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এ অভিযান পরিচালনা করেন।

বন্ধ করে দেওয়া করাত কল মালিকরা হচ্ছেন, শরণখোলার বকুলতলা গ্রামের মো. শামসুল হক মাষ্টার, মো. নুরুল হক আড়ৎদার, মো. গনি হাওলাদার এবং তাফালবাড়ি বাজারের মো. আলাউল ইসলাম সেলিম ও মো. ফারুক হোসেন। এদের নামে মামলা দায়ের করা হবে বলে সুন্দরবন বিভাগ জানায়।

সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে পরিবেশ সংকটাপন্য (ইসিএ) এলাকার মধ্যে কোন প্রকার মিল ও কলকারখানা স্থাপনের বিধি নিষেধ রয়েছে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি বেআইনী ভাবে সুন্দরবন সংলগ্ন বকুলতলা ও তাফালবাড়ি বাজার এলাকায় করাত কল স্থাপন করে গাছ চেরাই করে আসছিল। উপজেলা প্রশাসনের সহযোগীতায় যৌথ অভিযান চালিয়ে সেগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে ২০১২ সালের করাত কল আইনে মামলা দায়ের করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা যে সকল করাত কল রয়েছে পর্যায়ক্রমে তাও বন্ধ করে দেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১