বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

সখীপুরে সভাপতি-প্রধান শিক্ষক দ্বন্দ্ব

এবার প্রধান শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত


টাঙ্গাইলের সখীপুর উপজেলার সুরিরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। গত সোমবার তাকে চূড়ান্তভাবে বরখাস্তের চিঠি দেওয়া হয়।

এর আগে, গত ৩ নভেম্বর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় কফিল উদ্দিনকে অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় একটি তদন্ত কমিটিও গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

 বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুত জানান, প্রধান শিক্ষক কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যালয়ের প্রায় ১৪ লাখ টাকা নিজের হাতে রেখেছেন এবং ব্যাংক হিসাবের একলাখ ৭০ হাজার টাকার কোনো বিল-ভাউচার না দিয়ে প্রশাসনিক আদেশ অমান্য করেছেন। এছাড়াও তিনি নিয়ম না মেনে বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিজের স্ত্রীকে নিয়োগ দিয়েছেন। এসব কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক কফিল উদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখনও চূড়ান্ত বরখাস্তের চিঠি পাইনি। যদি বরখাস্ত করে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে। সভাপতির চাপিয়ে দেওয়া নানা অনিয়মের সঙ্গে একমত হতে পারিনি বলেই আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে অন্য একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে বিরোধ চলে আসছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, চূড়ান্ত বরখাস্তের একটি অনুলিপি পেয়েছি। তবে বরখাস্তের বিষয়টি শিক্ষাবোর্ডের আপিল এন্ড অ্যাপিটেশন বোর্ডের অনুমোদন পেলেই তা কার্যকর হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১