বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

মনোহরগঞ্জে বাজারের প‍ার্শ্ব সড়কের বেহাল দশা

ময়লা আবর্জনার স্তুপ ফেলে পরিত্যাক্ত পার্শ্ব সড়ক ছবি : বাংলাদেশের খবর


২০০৪ সালের ২৬শে আগষ্ট কুমিল্লা জেলার সর্বমোট ১৮৫টি ইউনিয়ন থেকে ১১টি ইউনিয়নকে আলাদা করে মনোহরগঞ্জ উপজেলাটি ২০০৫ সালের ৫ই ফেব্রুয়ারী কার্যক্রম শুরু করে। এই উপজেলার প্রাণকেন্দ্রই উপজেলার মনোহরগঞ্জ বাজার। আর এই বাজারের ডাকাতিয়া নদীর পাশ ঘেষে প্রায় ১ কিলোমিটার রাস্তা মনোহরগঞ্জ থানা এবং উপজেলা সদর ভূমি অফিস হয়ে পোমগাঁও, শান্তির বাজার, সড়ক হয়ে মুদাফফুরগঞ্জ-কুমিল্লা দিয়ে সারা বাংলাদেশ ভ্রমন করা সম্ভব। কিন্তু এই সড়কটিতে ৯০এর দশক থেকে ময়লা আবর্জনা ফেলায় এবং সংস্কার না হওয়ায় এই জন গুরুত্বপূর্ণ সড়কটি পরিত্যাক্ত হয়ে পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ উপজেলা এলজিইডি অফিস থেকে বারবার রাস্তাটি মেপে নেওয়ার পরেও কোন টেন্ডার এবং কোন সংস্কার হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসি। সড়কটির দৈর্ঘ্য ৬ কিলোমিটার ও প্রস্ত ৮ ফুট। দীর্ঘ দিন থেকে এই সড়কটির সংস্কার না হওয়ায় ময়লা আবর্জানা সহ পুরো বাজারের স্তুপ ফেলায় অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

উপজেলা প্রকৌশলী আল-আমিন সর্দার বলেন, সড়কটি সমস্যার বিষয়ে আমরা অবগত। দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কারের প্রকল্প অনুমোদনের চেষ্টা চলছে চলছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১