বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৯

মাহবুবুল খালিদের গানে ইংরেজি নববর্ষ


ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে মাহবুবুল এ খালিদের লেখা দুটি গান রয়েছে। একটি গানের শিরোনাম ‘হ্যাপি নিউ ইয়ার’। গানটির সুর করেছিলেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা।

মাহবুবুল এ খালিদের লেখা আরেকটি গানের শিরোনাম ‘থ্রি টু ওয়ান জিরো, জানুয়ারি হলো শুরু’। এই গানটির সুরও দিয়েছেন তিনি। গেয়েছেন নন্দিতা। দুটি গানই মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকমে’ প্রকাশিত হয়েছে। এছাড়া গান দুটির মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

ইংরেজি নতুন বছর ঘিরে লেখা হয়েছে অসংখ্য গান-কবিতা। তবে এসব গান ও কবিতার বেশির ভাগই হয়েছে ইংরেজি ভাষায়। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। বিভিন্ন দিবসকে উপলক্ষ করে গান লিখছেন তিনি। তার লেখা গানগুলোর মধ্যে রয়েছে ইংরেজি নববর্ষও।

বাংলাদেশের আবহাওয়া এবং সংস্কৃতির সঙ্গে মিল রেখে এই গানটির কথা ও সুর সাজানো হয়েছে। জানুয়ারিতে বাংলাদেশে থাকে শীতের আমেজ। ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন। সকালের মিষ্টি রোদ, পাখিদের কিচিরমিচির ইত্যাদি বিষয়গুলো এই গানের কথায় স্থান পেয়েছে। শীতের হাওয়ায় পুরনো বছরে মনে জমা থাকা তপ্ত ক্ষোভ শীতল হবে। শিশির ছোঁয়ায় ধুয়ে যাবে পুরনো বছরের সব মলিনতা। মন হয়ে উঠবে তুষারের মতো শুভ্র-গানটির মাধ্যমে গীতিকার এমন আশাবাদ ব্যক্ত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১