আপডেট : ৩০ December ২০১৯
ইংরেজি নববর্ষের আগের দিন থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া উন্মুক্ত স্থান কোনো প্রকার করা যাবে না বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। থার্টি ফার্স্ট নাইট-২০১৯ উপযাপন উপলক্ষে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। শফিকুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ডিএমপি এলাকায় সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, প্রত্যেকটি এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, সন্ধ্যা ছটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। মেটাল ডিটেক্টর দিয়েও ম্যানুয়ালি তল্লাশি করা হবে। থার্টি ফার্স্ট নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাবি এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। গাড়ি প্রবেশের ক্ষেত্রে ঢাবির স্টিকার থাকতে হবে। ওই এলাকায় প্রবেশের ক্ষেত্রে পূর্বের ন্যায় শাহবাগ ও নীলক্ষেত এলাকা ব্যবহার করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১