আপডেট : ৩০ December ২০১৯
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছেন। পরে গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারীও প্রাণ হারান। খবর বিবিসির। হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে প্রার্থনা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ওই হামলাকারী। পুলিশ জানায়, হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করে জানান, গোলাগুলির পর দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১