আপডেট : ২৯ December ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সকালে হঠাৎ করে মধুর ক্যান্টিন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ থেকে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। এভাবে পরপর ককটেল বিস্ফোরণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন জানান, সকালে মধুর ক্যান্টিনের সামনে পরপর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তিনি বলেন, বিস্ফোরণগুলো প্রায় একই জায়গায় হয়। ঘটনাস্থলে কালো টেপে মোড়ানো ছিন্ন ভিন্ন কিছু টুকরো পাওয়া গেছে। এর আগে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো গেটের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের গেটের বাইরে একটি ককটেল পড়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১