আপডেট : ২৯ December ২০১৯
আজ রোববার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম। রহিদুল ইসলাম জানান, এটা গতবছর এবং এবারের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়ায় গত বছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় তাপমাত্র রেকর্ড করা হয় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে আরও নিচে নেমে যায়। এদিকে ভোর থেকে ঘন কুয়াশা ও তীব্র শীত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা গেছে। গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে হাড়-কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্য প্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতে জেলার ছিন্নমূল এবং শ্রমিকরা বিপাকে পড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে তারা। তীব্র শীতে উপার্জন কমে গেছে দিন এনে দিন খাওয়া মানুষের। সকালে কাজের সন্ধানে বের হয়েও কাজ না পাওয়ায় বসে অলস সময় পার করছেন অনেকে। আর শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১