বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

দুর্গাপুরে বড়দিন উদযাপন


নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি। এ উপলক্ষে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল মারীয়া আমাদের সহায় ধর্মপল্লীতে দেখা গেছে উৎসবের আমেজ।

মঙ্গলবার রাত থেকেই ধর্মীয় সকল রীতি নীতি মেনেই ছোট বড় সবাই যোগ দিয়েছেন উৎসব প্রার্থনায়। নান্দনিক এই ক্যাথলিক গীর্জায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ঈশ্বরের কাছে দেশ ও দেশের সকল জাতির শান্তি কামনায় প্রর্থানা করা তারা। উৎসবকে কেন্দ্র করে মিশন ও গির্জাগুলো নানা রঙ-বে-রংয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সেজেছে শত বছরের পুরনো রানীখং মিশনের ক্যাথলিক গীর্জাও। আলপনার রঙে প্রতিটি বাড়ির আঙিনাও পেয়েছে নতুন রূপ।

উপজেলার বিজয়পুর, রানীখং মিশন, ফারাংপাড়া, লক্ষীপুর বারোমারিসহ ছোট বড়, ব্যাক্তিগত প্রায় ৬৪ টি গীর্জায় এ উৎসব পালিত হয়েছে। আর দিবসটি উপলক্ষে কঠোর নিরাপতত্তার ব্যবস্থা রয়েছে বলে জানান, দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১