বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

সাগরে ট্রলারসহ আটদিন ধরে নিখোঁজ কলাপাড়ার পাঁচ জেলে


বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে আট দিন ধরে ট্রলারসহ নিখোঁজ রয়েছে পাঁচ জেলে। নিখোঁজ জেলেরা হলেন- পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের শিপন হাওলাদার (২১), আলম হাওলাদার (১৮). হাসান সিকদার (১৬), মাফি (১৫) ও  বরিশালের রায়হান (১৮)।

গত ১৮ ডিসেম্বর সাগরে মাছ শিকারে গিয়ে তারা নিখোঁজ হয় বলে নিখোঁজ জেলে শিপন ও আলমের বাবা রফিক হাওলাদার জানান।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার কলাপাড়ায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।

 

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত ছয়দিন ধরে তাদের মোবাইল ফোনে সংযোগ পাচ্ছেন না। ট্রলারটি ডুবে গেছে নাকি জলদস্যূদের কবলে পড়েছে তা কিছুই জানতে পারছেন না। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্য পৃথক ট্রলার নিয়ে সাগরের বিভিন্ন মোহনায় খোঁজাখুঁজি করলেও পাঁচ জেলের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের সন্ধানে তারা কোস্টগার্ড, নৌ-বাহিনী ও পুলিশের সহায়তা কামনা করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১