আপডেট : ২৫ December ২০১৯
ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের পুলিশ সুপার। জেলার সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলার বুধবার দিনগত রাতে বাসস্ট্যান্ড, খেয়াঘাট, আবাসন, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত ছয় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে (রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত) বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত এ সব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ সমাজের এ সব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১