বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৯

বিটিভির ৫৬তম জন্মদিন আজ


২৫ ডিসেম্বর বিটিভির ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের এদিনে পথচলার যাত্রা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছরই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির জন্মদিনে নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠানের। চ্যানেল আইয়ের এ আয়োজনের ফলে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে কাছে পাবেন বিটিভির মহাব্যবস্থাপকসহ বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র এদিনের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল। আর কুয়াশাচ্ছন্ন শীত সুন্দর ভোরের এ আয়োজনে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবেশনা এবং সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনা। এছাড়া প্রবীণ ও নবীন শিল্পীদেরও পরিবেশনা থাকবে। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অতিথি আপ্যায়নে থাকবে চা, পিঠা-পুলি, আলুর দম ও লুচি।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

অনুষ্ঠানটি সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১