বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৯

বাঙালি সাজে বিপাশা


বলিউডের তারকা অভিনেত্রী বিপাশা বসুর জন্ম বাঙালি ঘরে। ছবিতে তার আবেদনময় উপস্থিতি দর্শককে মোহিত করে সব সময়। এবার তিনি সাজলেন লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, কানে ঝুমকো দিয়ে। এই সাজে ঠিক যেন বাঙালি নারী হয়ে ধরা দিলেন তিনি।

সম্প্রতি বাঙালি সাজে নিজের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশা বসু। ছবিতে তার সঙ্গে তার মা মমতা বসুকেও দেখা গেছে। বিপাশার সঙ্গে মিলিয়ে একই পোশাকে সেজে উঠতে দেখা গেছে তাকেও।

বাড়িতে পুজো উপলক্ষেই যে নিজেকে এবং মাকে এভাবে চিরাচরিত বাঙালি সাজে সাজিয়ে তুলেছিলেন, সে কথা বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা গেছে।

বিপাশা বসুর এমন সাজ প্রথম নয়। এর আগেও বাড়ির কোনো অনুষ্ঠান বা দুর্গাপূজার সময়ও তাকে বাঙালির সাজে দেখা যায়। এ বছর দশমীর দিনেও বিপাশাকে ঠিক এমনই ভাবে দেখা গিয়েছিল। কিছুদিন ধরে বলিউড সিনেমার পর্দা থেকে দূরেই রয়েছেন বিপাশা বসু। আবারো তাকে পর্দায় দেখতে চান তার ভক্তরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১