আপডেট : ২০ December ২০১৯
"বন্ধুত্বের বন্ধনে অবিরাম পথ চলা" এই প্রত্যয় নিয়ে এসএসসি-৯৯ কুমিল্লার ২০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দিনের সামগ্রিক আয়োজন এর মধ্যে ছিল বেলা ১১ টায় কেক কাটা ও স্মৃতিচারণ। স্মৃতিচারণে সংগঠনের বন্ধুরা তাদের ছাত্র জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। বিকেল তিনটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন সন্ধ্যায় ডিজে পাটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১