আপডেট : ২০ December ২০১৯
তৌকীর আহমেদ পরিচালিত ২০১৭ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ সিনেমার ‘নোনা জল’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা। প্রায় দুই বছর পর আবারো তারা দুজন নতুন একটি সিনেমায় প্লে-ব্যাক করলেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় তারা দুজন আবারো একসঙ্গে গান গাইলেন। এবারের গানের শিরোনাম ‘কী তোলপাড়’। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর সংগীত করেছেন যথারীতি পিন্টু ঘোষ। এরই মধ্যে গানটির দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে বলে জানান পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ এই মুহূর্তে ভারতে আছেন। আজই তার ঢাকায় ফেরার কথা। সেখান থেকে মুঠোফোনে পিন্টু ঘোষ নতুন এই সিনেমার গানটি প্রসঙ্গে বলেন, ‘কী তোলপাড় গানটি একটি শেড মেলোডি সং। গল্পের সঙ্গে সাদৃশ্য রেখে যেমন গানটি লিখা ঠিক তেমনি গানটির সুর করা। আমার সঙ্গে এতে আবারো গেয়েছেন নন্দিতা। নন্দিতা ভালো গায়। নোনা জল’র মতো আশা করছি এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে সাড়া ফেলবে। দেখা যাক সিনেমাটি মুক্তি পেলে শ্রোতা দর্শক গানটি কীভাবে গ্রহণ করেন।’ নন্দিতা বলেন, নতুন গানে প্রত্যাশা তো থাকেই পুরোনা গানের শ্রোতাপ্রিয়তা কিংবা জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবার। কী তোলপাড়কে ঘিরেও আমার প্রত্যাশা ঠিক তেমনই। কারণ গানটি করেছেন পিন্টু দা। এর আগে নোনা জল গানটি তিনি অনেক যত্ন নিয়ে করেছিলেন। যথারীতি এই গানটিও দাদা অনেক যত্ন নিয়েই করেছেন। দাদার মতো আমিও আশাবাদী গানটি নিয়ে। পিন্টু ঘোষ জানান, আজই তিনি ঢাকায় ফিরে একটি শোতে অংশ নিবেন তিনি। আগামীকাল’সহ বছরের শেষদিন পর্যন্ত প্রায় প্রতিদিনই তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় পার করবেন। এদিকে নন্দিতাও স্টেজ মৌসুমে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। বছরের শেষ দিনেও রাজধানীর আর্মি গল্ফ গার্ডেনে শো’তে পারফর্ম করবেন। উল্লেখ্য পিন্টু ঘোষ প্রথম পেল্-ব্যাক করেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়। এই সিনেমায় তার গাওয়া কানামাছি মিথ্যা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এরইমধ্যে নন্দিতা জামাল হোসেনের লেখা, মুহিন খানের সুর সঙ্গীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। একই গীতিকারের এবং সংগীত পরিচালকের ‘গাঙচিল’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১