আপডেট : ১৯ December ২০১৯
জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার বাবা হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন গতকাল বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাপ্পা মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী তানিয়া হোসাইনের কোলজুড়ে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। জন্মের আগে থেকেই আদরের মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাপ্পা-তানিয়া দম্পতি। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। অন্যদিকে বাপ্পা মজুমদারের বন্ধু মহলে তার মেয়ের নাম পরী নির্ধারণ করা হয়েছে তার বিখ্যাত পরী গানের নাম অনুসারে। বাপ্পা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ২০১৮ সালের ২৪ জুন বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১