আপডেট : ১৫ December ২০১৯
ব্যবহারকারীদের চাহিদার বিবেচনায় বাজারের সর্বোচ্চ ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির গ্যালাক্সি এম৩০এস হ্যান্ডসেট নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি অসাধারণ ফিচারের এ ফোনটি কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২৭ হাজর ৪৯০ টাকা। গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। স্বস্তিদায়ক ও বহন সুবিধাজনক ৮.৯ মিলিমিটার পুরুত্বের এ ফোনটির ওজন মাত্র ১৮৮ গ্রাম। ফুলএইচডি প্লাস রেজ্যুলেশনের ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ৬.৪ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লের সাথে ওয়াইডভাইন এল-১ সার্টিফিকেশন থাকায় ব্যবহারকারীরা যেকোনো হাই ডেফিনিশন ভিডিও কন্টেন্ট স্ট্রিমিং করে স্বাচ্ছন্দে দেখার সুযোগ পাবেন। স্মার্টফোনটিতে তিনটি ব্যাক ক্যামেরার ক্লাস্টারের রেজ্যুলেশন ৪৮ এমপি, ৮ এমপি ও ৫ এমপি। এদিকে, ফোনের সামনের ক্যামেরাটিতে অ্যাপারচারসহ ১৬ এমপি রেজ্যুলেশন রয়েছে। এ ফোনটি দিয়ে ফোরকে বা আল্ট্রাএইচডি, সুপার স্লো-মো, সুপার স্টেডি এবং হাইপারল্যাপ্সের চোখ জুড়ানো ভিডিও রেকর্ড করা যায়। ডিভাইসটি স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্টারফেসের সাথে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। সাথে থাকছে এক্সিনস ৯৬১০ অক্টাকোর প্রসেসর যা সেকেন্ডে ২.৩ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। মালি জি-৭২ এমপিথ্রি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকায় গ্রাহকরা রোমাঞ্চকর গেমিং এবং গ্রাফিক্সের অভিজ্ঞতা পাবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১