আপডেট : ১৫ December ২০১৯
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে রোববার সকালে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার বাহির চর দৌলতদিয়া গ্রামের ওকেল মোল্লার ছেলে হাবু মোল্লা (৩৬) ও বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার চর পাড়া গ্রামের আছিমদ্দিনের মেয়ে নিশিবান ওরফে গোলাপী (৪৫)। গোয়ালন্দ ঘাট থানার এসআই মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবা আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১