আপডেট : ১৫ December ২০১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. মোহাম্মদ ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে পাচঁবারের নির্বাচিত সংসদ সদস্য ছায়েদুল হকের মৃত্যু হয় ২০১৭ সালের ১৬ ডিসেম্বর। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নাসিরনগরে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালে ৪ মার্চ নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে জম্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫-৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে সহযোগীর ভূমিকা পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এম.এ (অর্থনীতি) ও ’৭০ সালে এলএলবি পাস করা ছায়েদুল হক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর সময় তিনি দশম জাতীয় সংসদের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১