বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৯

পুড়ছে অস্ট্রেলিয়া

তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা


অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক তাপমাত্রার বৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী সময়ে রেকর্ড গড়ে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে।

দেশটির পশ্চিম দিকে তীব্রমাত্রার লু হাওয়া বয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা রয়েছে। আগামী বুধবার অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম)। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আসছে সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল শনিবার ৪০ ডিগ্রি ছিল অস্ট্রেলিয়ার তাপমাত্রা। আর আজ রোববার তাপমাত্রা ৪১ ডিগ্রি হওয়ার কথা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল ১৯৬০ সালের ২ জানুয়ারি। চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১