বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০১৯

ভোলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যুবক নসু (৪৫) এর গলাকাটা লাশ প্রতিনিধির পাঠানো ছবি


ভোলার বোরহানউদ্দিনে গলাকাটা অবস্থায় নসু (৪৫) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার স্কুল বাড়ী সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর ৯নং ওয়ার্ডে রাস্তার পাশে নসু (৪৫) এর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে বোরহানউদ্দিন থানার এস.আই মুহাইমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে জানা গেছে নসু’র পিতার নাম সামছল হক। তার গ্রামের বাড়ী লালমোহন মহিষখালী গ্রামে। সে অধিকাংশ সময় নানা বাড়ী দেউলা শিবপুর ৯নং ওয়ার্ডে থাকতেন। এ ঘটনায় নিহত নসুর মামা জিয়াউল হক বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদও হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১