আপডেট : ১৩ December ২০১৯
লালমনিরহাটের হাতীবান্ধায় ১১০গ্রাম হেরোইনসহ ইয়াসিন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা বাস স্টান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াসিন আলী উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আছিম উদ্দিনের পুত্র। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এস,আই) আবু বক্কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা বাস স্টান্ড থেকে তাকে ইয়াসিন আলীকে আটক করা হয়। এরপর তার পায়ে থাকা স্যান্ডেলের ভিতর থেকে ১১০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াসিন আলীর নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ইয়াসিন আলীকে আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১