আপডেট : ১৩ December ২০১৯
নরসিংদীর মাধবদীতে আবু কালাম(৩৫) নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু কালাম শিলমান্দী ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামের রোস্তম আলীর ছেলে। আজ শুক্রবার সকালে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর বিডিয়ারে পুকুরপাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী জানায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় আবু কালামের বন্ধু একই এলাকার দুলাল ডাকাতের ছেলে সাইদুর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর সারারাত বাড়ি না ফেরায় আজ সকালে সাইদুরকে জিজ্ঞেস করলে সে জানায় ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। কিছুক্ষন পর লোক মুখে খবর পাই আমার স্বামীর লাশ বালুসাইর বিডিয়ারে পুকুরপাড় পড়ে আছে। এসময় তিনি আরো জানান আমার স্বামীকে সাইদুল ও তালেব খুন করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু কালাম একজন মাদকসেবী ছিল। মাদক ব্যাবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১