আপডেট : ১২ December ২০১৯
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে আব্দুর রশিদ (৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সংঘর্ষে আহত হয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই মোঃ শামীম আল মামুন। তাকে জেলা পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ও ৫টি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ উপজেলার ঘাগড়া এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ এ প্রতিবেদককে জানান, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে গোপন সুত্রে খবর পেয়ে দ্রুত ডিবি’র দুইটি টিম ওই স্থানে গিয়ে অভিযান চালায়। খোঁজ পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে ১১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সংঘবদ্ধ মাদক চক্র পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আঃ রশিদ (৪০) কে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত মাদক ব্যবসায়ী রশিদের বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা রয়েছে বলেও জানান জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১