আপডেট : ১১ December ২০১৯
পাবনার চাটমোহরে আমন (রোপা) ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সূত্র জানায়, খাদ্য গুদামে মোট ১৫৮৪ মেট্রিকটন রোপা আমন ধান সংগ্রহ করা হবে। লটারীর মাধ্যমে নির্বাচিত ১৫৮৪ জন কৃষক ধান দিবেন। গতকাল মঙ্গলবার উপজেলা (এলএসডি) খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইনী, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান মুন্নাফ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল কুদ্দুস সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক জাগরন প্রতিনিধি মহিদুল ইসলাম খানসহ কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১