আপডেট : ১১ December ২০১৯
তাড়াশে পারিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ হাসান মনসুর তারা স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ, ভাইসচেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, মোঃ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক নেতা মোহাম্মদ উল্লাহ ইউসুফ, আইয়ুবুর রহমান রাজন, সেরাজুল হক, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ ওমর ফারুক, আবু হাসেম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন অংশগ্রহন করেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাড়াশ উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওহাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১