আপডেট : ১১ December ২০১৯
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে নিউ জার্সি শহরের গ্রিনভাইল এলাকায় এ গোলাগুলি ঘটনা ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমসের। জার্সি সিটি পুলিশ বিভাগের প্রধান মাইক কেলি জানিয়েছেন, একটি মামলার তদন্তকে কেন্দ্র করেই বন্দুকধারীরা পুলিশ কর্মকর্তা জোসেফ সিলসের (৪০) মাথায় গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কিছুদূর গিয়ে বাধার মুখে পড়ে একটি দোকানের মধ্যে আশ্রয় নেয় দুই অভিযুক্ত। সেখানে দীর্ঘ প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। মাইক কেলি বলেন, এই হামলায় কোনও সন্ত্রাসবাদের ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা জোসেফসহ মার্কেটে আসা তিন ব্যক্তি ও দুই সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে। বন্দুকধারীদের হামলার পর কয়েক ঘণ্টা আশপাশের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। নিরাপত্তার খাতিরে এসময় কোনো শিক্ষক-শিক্ষার্থী বা সাধারণ মানুষকে বের হতে দেওয়া হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১