বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৯

গোপালগঞ্জে পাখির অভয়াশ্রম তৈরী করতে ব্যতিক্রমী উদ্যোগ

পাখির অভয়াশ্রম তৈরী করতে পাখির বাসা স্থাপন প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জে পাখির অভয়াশ্রম তৈরী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের অফিস ভবন ও বাসার আশপাশ এলাকায় পাখির বাসা স্থাপনের মাধ্যমে এ কার্যসক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, আগের মতো শহর ও গ্রাম এলাকায় পাখি দেখা যায় না। বিভিন্ন সময় শিকারীরা পাখি শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই ফলদ গাছে মাটির হাড়ির বাসা স্থাপন করা হচ্ছে। শহর থেকে গ্রাম পযার্য়ে পর্যায়ক্রমে মাটির বাসা স্থাপন করা হবে। যাতে ঝড় বৃষ্টির সময় পাখিরা একটা নিরাপদ বাসা পায়। এতে আগের মতো পাখির কলকাকলীতে মুখরিত হয়ে উঠবে শহর-গ্রাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১