বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৯

মুকসুদপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

উদ্ধারকৃত লাশের পাশে স্বজনদের আহাজারি প্রতিনিধির পাঠানো ছবি


গোপালগঞ্জের মুকসুদপুরে রঞ্জন বালা (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে জালিরপাড় ইউনিয়নের উল্লাবাড়ি উত্তরপাড়া গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রঞ্জন বালা (৩৮) মাদারীপুর জেলার রাজৈর এলাকার রনজিৎ বালার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার সকাল ৭টার দিকে ফাঁকা জমির মধ্যে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা জানা যাচ্ছেনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১