আপডেট : ০৮ December ২০১৯
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রঃ) এর ওফাত দিবস উপলক্ষে মাজার শরীফে দু’দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক শুরু। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া ওরশ মোবারক ধর্ম প্রাণ মানুষের কাছে দেশের দ্বিতীয় অধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত বাগেরহাট শহরতলীর খানজাহান আলী (রঃ) এর মাজারে এবছর ৫৭৯ তম বার্ষিক ওরশ মোবারক আয়োজন করা হয়েছে। খানজাহান আলী (রঃ) এর ওরশ উপলক্ষে দেশের হাজার হাজার মুরিদ-ভক্ত আশেকান রোববার সন্ধা থেকেই মাজার শরীফে এসে জড় হয়েছে। মাজারের প্রধান খাদেম ফকির শেরআলী তত্বাবধানে সোমবার সকালে মাজার শরীফ ধৌত করণ ও খানজাহান (রঃ) এর মাজারে নতুন গ্রাল্ব দিয়ে ঢেকে দেয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দু’দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান জানান, প্রতি বছরের অগ্রহায়ণ মাসের ২৪ ও ২৫ তারিখ এই ওরশ শরীফের আয়োজন করা হয়। এবছর এই পন্য ভূমিতে ভক্ত, শ্রতা ও দর্শনার্থীদের সমাগম অনেক হবে। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি মাজারের খাদেমগন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওরশ শরীফ শুষ্ঠু ভাবে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়। মাজার কমিটির সভাপতি বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, ওরশ উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাজার এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১