বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০১৯

হিলিতে ফেন্সিডিল, গাঁজাসহ আটক ৫

হিলিতে ফেন্সিডিল, গাঁজাসহ আটকৃতরা প্রতিনিধির পাঠানো ছবি


দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৮৮ বোতল ফেন্সিডি ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (০৭ ডিসেম্বর) ভোর রাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে বিপ্ল হোসেনে (৩২),হাকিমপুরের চুড়িপট্রি গ্রামের সোহেলের স্ত্রী গুলনাহার,হাকিমপুরের ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগম (৩০),হাকিমপুরের রায়ভাগ গ্রামের মিজানুর রহমানের ছেলে মাহবুব রহমান শাহিন (৩২),জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দঘদঘা গ্রামের আফতাব উদ্দিনের ছেেেল আনিছুর রহমান (৪০)।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানায়, শনিবার (০৭ ডিসেম্বর) ভোর রাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১