বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০১৯

বেড়ায় শীতের সবজির দাম নাগালের বাইরে  


পেঁয়াজের দামের ঝাঁজের ওপর ভর করে শীতের সবজি বাজারেও সব ধরনের সবজির দাম অস্থিতিশীল রয়েছে। প্রায় এক মাস আগে থেকে বাজারে শীতকালীন সবজি উঠতে দেখা থাকলেও দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের মধ্যে আসেনি।

বেড়া সিঅ্যান্ডবি পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজির আমদানি থাকলেও খুচরা বাজারে শীতের সবজির দামের পারদ কচ্ছপ গতিতে নিম্নমুখী। পেঁয়াজের ঝাঁজে যেন কাঁচাবাজারের শাকসবজি তেতে আছে। পাইকারি বাজারে নতুন মুলকাটা আগাম জাতের পেঁয়াজের আমদানি থাকলে খুচরা বাজারে এ পেঁয়াজের দাম এখন আকাশচুম্বী।

খুচরা বাজারগুলোতে শীতকালীন সবজির দামের খোঁজখবর নিতে গিয়ে দেখা যায়, আগাম নতুন জাতের মুলকাটা পেঁয়াজ প্রকারভেদে ১৬০ টাকা থেকে ১৮০ টাকা, রসুন ১৪০ টাকা থেকে ১৫০ টাকা, আলু নতুন ৫০ টাকা ও পুরাতন আলু ৩০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, শিম প্রকারভেদে ৪০ টাকা থেকে ৬০ টাকা, পেঁয়াজ পাতা ২০ টাকা, পেঁয়াজ ফুল ৮০ টাকা থেকে ১০০ টাকা এবং সবজি বাজারে ক্রেতার নাগালের মধ্যে রয়েছে মুলা, যা ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১