আপডেট : ০৪ December ২০১৯
দিনাজপুরে খাদ্যে বিষক্রিয়া হয়ে সুরাইয়া (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত বাবা ও মাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যায়। একই হাসপাতালে তার পিতা সোলেমান আলী (৩০) ও মা উলি বেগম (২৫) চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবা-মা ও মেয়েকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডাঃ সোলাইমান হোসেন ৩ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মাসুদ রানা জানান, দুপুরে শিশু সুরাইয়া, তার বাবা সোলেমান আলী ও মা উলি বেগমকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশু সুরাইয়া মারা যায়। তার বাবা সোলেমান আলীরও অবস্থা খুব খারাপ। কোন খাদ্যে বিষ ক্রিয়া হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। শিশু সুরাইয়ার ময়না তদন্ত করা হলে আসল রহস্য জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১