আপডেট : ০৪ December ২০১৯
নেত্রকোনার পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ মো. মাজাহারুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মনিয়ারকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাজাহারুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত তার এলাকাসহ পূর্বধলা উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১