আপডেট : ০৪ December ২০১৯
নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বুধবার পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ১১টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুবলীগের সহ সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আ.লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল। অনুষ্ঠান পরিচালনা করেন, যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমীন খান পাঠান শওকত। বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আ.লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নিজাম উদ্দিন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শেখ পরিবারের নিহত সব শহীদের আত্মার মাগফিরাতে জন্য বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শেখ ফজলুল হক মণি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১