বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৯

আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার


মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে আগুনে পুড়ে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাজু বিবি নিজ বাড়ির রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেলে দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

হাজু বিবি একই এলাকার মৃত ইনসান বেপারীর স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খন্দকার মাইনুল হাসান জানান, সকালে এক বৃদ্ধা আগুনে দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এরপর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল কিন্তু রাতে তার অবস্থা অনেকে খারাব হওয়ার এক পর্যায় তার মৃত্যু হয়।

রাজৈর থানার ওসি মো. শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১