বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৯

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ


বরিশালের গৌরনদী উপজেলার জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে নবম শ্রেণী পড়‍ুয়া এক মাদ্রাসা ছাত্রী।

আজ সোমবার সকালে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, হাপানিয়া গ্রামের রফিক আকনের মাদ্রাসা প‍ড়ুয়া নবম শ্রেণীর ছাত্রী ১৫ বছর বয়সী নাবালিকা কন্যাকে রবিবার রাতে বিয়ে দেওয়ার চেষ্টা চালায় অভিভাবকরা। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য, নিকাহ রেজিষ্টারসহ স্থানীয়দের নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করা হয়। পরে নাবালিকা কন্যার উর্পযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। ফলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১