আপডেট : ০১ December ২০১৯
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)-৩ পর্যায় সমবায় অংশ প্রকল্পের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওতায় সমবায় সমিতির উন্নয়ন কর্মী/সমবায়ীদের অংশগ্রহণে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা সমবায় ও সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় কর্তৃক আয়োজিত এ অবহিতকরণ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। উপজেলা সমবায় কর্মকর্তা মীর্জা ফারজানা শারমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম মাসুদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য এইচ এম আবুবকর চৌধূরী প্রমুখ। পরে উপজেলার ৬০টি সমবায় সমিতির মধ্যে ৪০টি সমিতির উন্নয়ন কর্মী/সমবায়ীদের প্রত্যেকের হাতে ২ হাজার টাকা করে ভাতা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১