আপডেট : ৩০ November ২০১৯
নরসিংদীতে প্রয়াত মেয়র লোকমান হোসেনের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহর আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহামুদ হুমায়ন। নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ পলাশ আসনের এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ,নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূইয়া,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু,শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান,মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ। স্মরণ সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছরেও শহর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র লোকমান হত্যার বিচার শুরু হয়নি। এখনো খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারা জানেনা জীবিত লোকমানের চেয়ে মৃত লোকমান আরো শক্তি শালী। তাছাড়া লোকমান হত্যার বিচারের দাবী নরসিংদী প্রতিটি মানুষের। তাই দ্রুত খুনিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। প্রসঙ্গত, ২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১