বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৯

সুন্দরবনে ৮০ কেজি ওজনের অজগর অবমুক্ত


বাগেরহাটের শরণখোলার লোকালয়ে ঘূর্ণিঝড় বুলবুলের জলোচ্ছাসের সঙ্গে সুন্দরবন থেকে ভেসে আসা বিশাল এক অজগর উদ্ধার হয়েছে । ১৮ ফুট লম্বা ও ৮০ কেজি ওজনের ওই অজগরটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে বনে অবমুক্ত করা হয়েছে। ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্য সোনাতলা গ্রামের কবির মুন্সির বাড়ি থেকে উদ্ধার করে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, কবির মুন্সির বাড়ির লোকজন সাপটি দেখে মোবাইল ফোনে তাদের খবর দেয়। পরে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত তাদের তিন গ্রুপের সদস্যরা মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে অজগরটি ধরতে সক্ষম হন। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, ধারণা করা হচ্ছে অজগরটি ঘূর্ণিঝড় বুলবুলের পানির স্রোতে সুন্দরবন থেকে লোকালয় চলে যায়। বন বিভাগের সহায়ক উদ্ধাকারী দলের সদস্যরা অজগরটি রেঞ্জ অফিসে নিয়ে আসে। সাপটি সুন্দরবনের ভোলা টহল ফাড়িঁসংলগ্ন ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১