বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

কলমাকান্দায় বস্তাবন্দি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

উদ্ধারকৃত মানুষের কঙ্কাল প্রতিনিধির পাঠানো ছবি


নেত্রকোণার কলমাকান্দার বস্তাবন্দি অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দায় উব্দাখালি নদী থেকে বস্তাবন্দি অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপির সদস্য শাহাদত আলী হিরণ বলেন - স্থানীয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আলেক (১১) বিকেলে মাছ ধরতে গেলে উলুকান্দায় উব্দাখালি নদীর তলদেশে মাটিতে হাড়ে অংশ দেখতে পেয়ে একটি লাঠি দিয়ে খোঁচা দিলে আরো হাড়ে অংশগুলো বেরিয়ে আসে। এতে করে সে ভয় পাই। তার আত্ম চিৎকারে এলাকাবাসীসহ আমরা ওখানে ছুটে যাই। পরে আমরা কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কালসহ হাতের দুটি সিটি গোল্ড চুড়ি ও মাথার প্রায় নয় ইঞ্চি বেনি পাকানো চুল উদ্ধার করা। কঙ্কালটির সব হাড় অংশ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি অনেক দিন আগে হয়তো কোন নারীকে হত্যা করে ব্লক দিয়ে বস্তাবন্দি করে লাশটিকে উব্ধাখালি নদীর অংশে ফেলে দেওয়া হয়েছিল । প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানাবো।ড়উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য কঙ্কালটি বৃহস্পতিবার সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১