বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

র‌্যাবের অভিযান

দিনাজপুরে ১ হাজার ২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

বিরামপুর উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযানে আটককৃত ১ হাজার ২ বোতল ফেন্সিডিল প্রতিনিধির পাঠানো ছবি


দিনাজপুরের বিরামপুর উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১ হাজার ২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ মোকারম হোসেন (২২) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) ভোরে বিরামপুর উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোকারম হোসেন জেলার হাকিমপুর উপজেলার নওদপাড়ার মোঃ জয়মুদ্দিনের ছেলে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় র‌্যাব ১৩ দিনাজপুর সিপিপি-১ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বিরামপুর উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান চালিয়ে ১ হাজার ২ বোতল ফেন্সিডিলসহ মোকারম হোসেনকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ফেন্সিডিলগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে অধিক লাভের আশায় ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্র করেছিল।

র‌্যাবের নায়েব সুবেদার আব্দুস সালাম বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১